Trump Maduro

মাদুরোকে সস্ত্রীক ‘উড়িয়ে আনার’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। ছবি সংগ্রহ থেকে।

বোমাবাজির পর ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করার দাবি করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এই মর্মে প্রকাশিত হয়েছে সংবাদ। 
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের দাবি অনুযায়ী মাদুরো এবং তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলার বাইরে উড়িয়ে আনা হয়েছে। ভেনেজুয়েলায় ‘বড় রকমের’ আঘাত হানার দাবি জানিয়েছেন ট্রাম্প। 
এদিকে ভেনেজুয়েলার সংবাদ প্রতিষ্ঠান টেলেসুর একটি প্রতিবেদনে জানাচ্ছে যে দেশের উপরাষ্ট্রপতি রড্রিগেজ আমেরিকার কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন। 
আমেরিকার হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি হয়েছে। 
চীনের সরকারি সংবাদ প্রতিষ্ঠান ‘শিনহুয়া’-র প্রতিবেদনে বলা হয়েছে যে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি জানিয়েছেন মাদুরো এবং তাঁর স্ত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। 
ভেনেজুয়েলায় বিপুল প্রাকৃতিক তেল এবং গ্যাসের ভাণ্ডার দখলই লক্ষ্য আমেরিকার। ক্যারিবিয়ান সাগরে সেনা মোতায়েন করে ট্রাম্প মাদুরোকে মার্কিন দখলদারির শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু মাদুরো সাম্রাজ্যবাদী আমেরিকার এই চাপকে প্রতিরোধ করার বার্তা দিয়েছেন।  
এদিকে কিউবা ভেনেজুয়েলার ওপর আমেরিকার এই আগ্রাসনের কড়া নিন্দা করেছে। আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

Comments :0

Login to leave a comment