জাতীয় মহিলা ফুটবল লিগে হার লাল হলুদ প্রমীলা বাহিনীর। হোপস এফসির কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল মাঠে এই ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যদিও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলই উপহার দেয় দুটি দল। কিন্তু মহিলাদের জাতীয় ফুটবল লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে, শেষপর্যন্ত হার মানতে হয় ইস্টবেঙ্গলকে।
আইএফএ-র উদ্যোগে, পুরুষদের কলকাতা ফুটবল লিগের মতোই মহিলাদের লিগও চালু হয় বেশ কয়েকবছর আগে। পরবর্তীতে যে লিগের নাম হয় কন্যাশ্রী কাপ। সেই প্রতিযোগিতার ফাইনালেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দলকে। তারপর আবার এই হার।
স্বভাবতই, কিছুটা চাপে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। যদিও ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন এই মহিলা ফুটবল দলের আরও উন্নতি হোক। তাই সেই মতো নেওয়া হচ্ছে উপযুক্ত পরিকল্পনাও।
কিন্তু জাতীয় ফুটবল লিগের ম্যাচে হারের ফলে কিছুটা ব্যাকফুটে ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনী। এই ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে, গ্ল্যাডিসের গোলে এগিয়ে যায় হোপস এফসি। এটিই ম্যাচের একমাত্র গোল। শেষপর্যন্ত, ১-০ গোলে ম্যাচ জিতে নেয় তাঁরা।
আপাতত ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
মন্তব্যসমূহ :0