সিপিআই(এম) রাসবিহারী-২ এরিয়া কমিটির অন্তর্গত ৮১ নম্বর ওয়ার্ডে রেড ভলান্টিয়ার্স পরিচালিত ‘রাতের রান্নাঘর‘-র উদ্যোগে গরিব প্রান্তিক অংশের মানুষকে শীত বস্ত্র দেওয়া হলো। কর্মসূচিতে এলাকার বিভিন্ন ক্ষেত্রের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, কোভিড ও লকডাউন পরিস্থিতিতে যখন রুজিরুটি হারিয়ে এক নিদারুণ পরিস্থিতিতে পড়েছিলেন বিশেষত গরিব ও প্রান্তিক অংশের মানুষ তখন মানুষের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য রেড ভলান্টিয়ারদের উদ্যোগে চালু হয় এই ‘রাতের রান্নাঘর’। শনিবার ১৬৭৮ দিনে পড়ল এই রাতের রান্নাঘর।
Winter Clothings Distributed
প্রান্তিক বাসিন্দাদের শীতবস্ত্র দিল রাসবিহারীর ‘রাতের রান্নাঘর’
রাসবিহারীর প্রান্তিক বাসিন্দাদের শীতবস্ত তুলে দিচ্ছে ‘রাতের রান্নাঘর’। ছবি: মনোজ আচার্য
×
Comments :0