Lower Damodar Flood

নিম্ন দামোদরে বিপদ, নির্দিষ্ট দাবি তুলল কৃষক সভা

জেলা

এভাবেই দিন কাটাতে হয় নিম্ন দামোদর অঞ্চলের বাসিন্দাদের। ছবি: মনিরুল হক

হাওড়া জেলার নিকাশি সমস্যার সমাধান ও বন্যা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু প্রস্তাব ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প কার্যকর করার জন্য লোয়ার দামোদর কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিলো সারা ভারত কৃষক সভা। 
মঙ্গলবার সকালে হাওড়া জেলা কৃষক সভার এক প্রতিনিধিদল উলুবেড়িয়ার ফুলেশ্বরে লোয়ার দামোদর কর্পোরেশনের ১ ও ২ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেয়। 
ডেপুটেশনে কৃষক প্রতিনিধিদল দাবি করেছেন, মুণ্ডেশ্বরী নদীর পূর্ব পাড়ে, হাওড়ার দিকের অংশে, নিম্ন দামোদর বন্যা নিয়ন্ত্রণ প্রজেক্টের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। দামোদর নদের পশ্চিম পাড়ের অংশে ডিহিভূরশুট জিরো পয়েন্ট, বকপোভার ব্রিজ সংলগ্ন টোকাপুর, মনশুকা রজক পাড়া খড়িরচক সংলগ্ন এলাকার নদী বাঁধের দুর্বল অংশ মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
কৃষক প্রতিনিধিদলের দাবি, চকঠাকুরানী চকের ইউনিটের চপ ঠাকুর ঠাকুরানিচকের পাড়ে ঢালাই রাস্তার কাজ, বিধিচন্দ্রপুর জিপির লাল বেনাগড়ী, কুলটিকরী গ্রামের সংলগ্ন পাড়ের রাস্তাটি প্রায় ১০০ ফুটের মতো ভাঙন প্রবণ ও দুর্বল অংশে ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। রামপুর বাসস্ট্যান্ডের কিছু আগে বন্ধ সুইচ গেটটির মেরামতি করতে হবে। বন্যায় মজা দামোদর যা কানা নদী বলে পরিচিত, তার পোলগুলির মধ্যে দিয়ে বিপুল জল যাওয়ার সময় ঢালাই পোল (ফুট ব্রিজ) বারবার ভেঙে পড়ে। সেগুলো যাতে বার বার ভেঙে না পড়ে সেই কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। রামপুর খালের উপর মজে যাওয়া অংশটি দ্রুত সংস্কার করতে হবে। কৃষক সভার দাবি, থলিয়া থেকে জঙ্গলপাড়া পর্যন্ত দামোদরের পশ্চিমপাড়ের রাস্তাটি ঢালাই রাস্তা করতে হবে। বর্ষার  মরসুমে দামোদরের পশ্চিমপাড়ের ভাঙন প্রবণ স্থানগুলি রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রামপুর খালের নিম্ন অংশে সাঁউরিয়া থেকে পানশিলা পর্যন্ত খালটি সংস্কার করতে হবে। নিম্ন দামোদরের শর্টকাট চ্যানেলের নিম্নভাগে সাবগাছতলা থেকে বাক্সি পর্যন্ত পলি তোলার ব্যবস্থা করতে হবে। কয়েকটি স্লুইস গেট মেরামতি করতে হবে। শর্টকাট চ্যানেলের প্রবাহিত জল বাকসি খালে নিকাশ হওয়ার সময় রূপনারায়ণ নদের জলের চাপ থাকাকালীন মজা দামোদর দিয়ে জল ‘ব্যাক ফ্লো’ হয়ে বিশাল এলাকা প্লাবিত করে। পূর্বের প্রস্তাবিত মজা দামোদরের কাছে বেগুনেঘাটায় ক্রস রেগুলেটর কাম ড্যাম নির্মাণের প্রস্তাব বিবেচনা করতে হবে। গাইঘাটা খালের কুশবেড়িয়া থেকে বাকসীর পূর্ব পর্যন্ত মজে যাওয়া অংশটি সংস্কার করতে হবে। গাইঘাটা বাকশী খালের মিলন স্থলে সুইলিস গেট নির্মাণের বিষয়টি বিবেচনা করতে হবে। 
কৃষকসভার দাবি, রূপনারায়ণের বিশাল অংশে পলি জমে চর তৈরি হওয়ায় নদীর নাব্যতা নষ্ট হচ্ছে। বাঁধগুলি আক্রান্ত হচ্ছে। যে কারণে নদী বাঁধগুলি রক্ষা এবং নাব্যতা বজায় রাখতে বিরামপুর পর্যন্ত পলি তোলার ব্যবস্থা করতে হবে ও কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে। নাকোল অঞ্চলে গোপীনাথপুর থেকে ধুবুটি পর্যন্ত নদীর কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। নদী খাত সোজা প্রবাহিত রাখার ব্যবস্থা করতে হবে। শুখা মরশুমে সেচের জল সরবরাহের জন্য গঙ্গার মুখে অবস্থিত তিনটি লকগেট থেকে সময়মতো পর্যাপ্ত জল সরবরাহ করতে হবে। ডিভিসি থেকে নিয়মিত জল সরবরাহের জন্য নিদিষ্ট কর্তৃপক্ষের কাছে সময় মতো আবেদন করতে হবে। উদয়নারায়নপুর ব্লকের দেবীপুর জিপির মানশ্রী গ্রামের হুগলি সংলগ্ন বর্ডারে বোরো চাষের সময় জলের ব্যাপক সমস্যা আবার অতিরিক্ত জল ছাড়ায় আলু ও অন্যান্য চাষের প্রচুর ক্ষতি করে। যা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। উদয়নারায়নপুর ব্লকের হরালি-উদয়নারায়নপুর জিপির সীতাপুর, সুলতানপুর, পিয়ারাপুর, কুরচি শিবপুর জি পির গজা, শিবপুর, হরিশপুর জিপির হরিশপুর, দক্ষিণ- বানুচক, দেবীপুর জিপির মানশ্রী, দেবীপুর এবং সোনাতলা জিপি উত্তর চাঁদচক সহ ব্লকের বিভিন্ন গ্রামে নিকাশি সমস্যা ব্যাপক, তা সমাধান করতে হবে। প্রতিনিধি দলে ছিলেন হাওড়া জেলা কৃষক সভার সম্পাদক মহেন্দ্র রায়, সভাপতি কার্তিক দলুই, সহ সম্পাদক ষষ্ঠী মাজী, জেলা কৃষক নেতা অজিত রায়, শ্রমিক নেতা সাবিরউদ্দিন মোল্লা।

Comments :0

Login to leave a comment