রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় ২৮টি পদক জয় করেছেন মালদহের প্রতিযোগীরা। তার মধ্যে ১২টি সোনার পদক।
এবার রাজ্যস্তরের প্রতিযোগিতা হয় দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। ১৩-১৫ জুলাই চলেছে প্রতিযোগিতা। সোনাজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন।
সোনা জয়ী লোকনাথ মিশ্র, সুস্মিতা চৌধুরীরা জানালেন যে এই জয় তাঁদের উৎসাহ দিয়েছে। মালদা জেলাকে গোটা দেশের মানচিত্রে জায়গা করে দিতে আরও পরিশ্রম করবেন।
পরিকাঠামো এবং স্পনসরের অভাবে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে। লোকনাথ দে-র কোচ ভাস্কর ভৌমিক বলেন যে প্রত্যেকের উচিত ‘সেল্ফ ডিফেন্স’ শেখা। মালদায় তাইকোন্ডোর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই জয় আরও অনেককে আগ্রহী করে তুলবে।
Taekwondo Maldah
রাজ্যস্তরে তাইকোন্ডোতে ২৮ পদক, মালদহে খুশির জোয়ার

×
Comments :0