এবার কাওয়াঁর যাত্রার পথে দোকান মালিকদের কিউআর কোডে পরিচয় জানানোর নির্দেশ। আসল উদ্দেশ্য, মুসলিম দোকান বা ব্যবসায়ীদের হেনস্তা করা।
সুপ্রিম কোর্টে উত্তর প্রদেশ সরকারের এই নির্দেশিকা সংক্রান্ত মামলার শুনানি হবে সোমবার।
বিচারপতি এমএম সুদ্রেশ এবং এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে শিক্ষাবিদ অপূর্বানন্দ ঝা সহ কয়েকজনের দায়ের করা জনস্বার্থ মামলায় হবে শুনানি।
গত বছর একাধিক রাজ্যে দোকান মালিক এবং দোকান কর্মীদের নাম জানানোর নির্দেশিকা জারি হয়েছিল। তার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। নতুন জনস্বার্থ মামলায় বলা হবেছে আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে নতুন নির্দেশিকা জারি করেছে উত্তর প্রদেশ সরকার।
কাওঁয়ার যাত্রা ঘিরে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কৌশলে উগ্র হিন্দুত্ববাদী শক্তি বিভিন্ন রাজ্যেই সক্রিয়। দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে।
দিল্লির বিজেপি সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্র মাংসের দোকান বন্ধ রাখার হুমকি ছুঁড়েছেন। দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে এই কপিল মিশ্রের ভূমিকা ঘিরে গুচ্ছ অভিযোগ রয়েছে। দিল্লি কর্পোরেশনের দাবি, মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীদের ‘অনুরোধ’ করা হচ্ছে।
মিশ্র আবার রবিবার অভিযোগ করেছেন কাওঁয়ার যাত্রীদের চলার পথে কাচের বোতল ভেঙে ছড়িয়ে রাখা হয়েছে।
Kanwar Yatra SC
কাওয়াঁর যাত্রা ঘিরে ফের বিভাজন উত্তর প্রদেশ সরকারের, শুনানি কাল

×
Comments :0