ঘুমিয়ে থাকা অবস্থায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। ওই ঘটনায় আহত তিনজন বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পুরুলিয়া টামনা থানার ভান্ডারপুয়ারা এলাকার চিপিদা গ্রাম পঞ্চায়েতের রমাইগাড়া শবর টোলার অদূরে খেড়বন এলাকায়। মৃতরা হলেন বিনতি শবর(৪০), রিমঝিম শবর(২৫) এবং অমিত তাঁতি(৩০)। আহত তিনজন হলে দলু শবর, মানিক শবর এবং ভান্ডারী শবর নামে এক শিশু। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় গিয়ে সকলের সঙ্গে কথা বলে সিপিআই(এম)’র অনিল মাহাতো , ধনঞ্জয় মাহাতো , সুশান্ত মাহাতো সহ অন্যান্যরা। মহকুমা শাসক সদর উৎপল কুমার ঘোষ দুর্ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন একেবারে নির্জন এলাকায় ওই পরিবারটি বসবাস করত। মাটির চারটি দেওয়ালই পড়ে গেছে। যার ফলে সেই দেয়াল চাপা পড়েই হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতেই হয়তো ঘটনাটি ঘটেছে। কিন্তু নিকটবর্তী এলাকা থেকে এই দুর্ঘটনা স্থলটি এতটাই দূরে যে কেউ কিছু জানতে পারেনি। দুর্ঘটনা গ্রস্থ পরিবারটিকে প্রশাসনের থেকে সব রকম সাহায্য করা হবে। পাশাপাশি এলাকায় যে সমস্ত বাড়ির মাটির দেওয়াল দুর্বল অবস্থায় হয়েছে সেগুলো বিষয়ে দেখা হবে। সিপিআই(এম)’র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ওই এলাকায় এখনও বহু মানুষ কেন আবাস যোজনার ঘর পায়নি সে বিষয়ে তদন্ত করে দেখা উচিত।
ভান্ডারপুয়ারা এলাকার রমাইগোড়া শবরটোলায় মূলত শবর জনজাতির মানুষেরাই বসবাস করেন। ১৯৯২/৯৩ সাল থেকে দলু শবর তাঁর পরিবার নিয়ে রমাইগোড়া শবরটোলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে খেড়বন এলাকায় বসবাস করতেন। দলু শবরের বাড়িতে বাগমুন্ডি থানা এলাকার মাঠা থেকে কিছু আত্মীয় পরিজন এসেছিলেন। মোট ছজন ওই বাড়িটিতে শুয়েছিলেন। বৃষ্টির কারণে কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়েন ওই ৬ জন। ঘটনার কথা কেউ কিছু জানতেও পারেনি। মঙ্গলবার সকালে জঙ্গলে যখন ছাতু কুড়াতে স্থানীয় মানুষজন যাচ্ছিলেন তখন তাঁরা দেখেন মাটির দেওয়াল ভেঙে পড়েছে। সেই সময়েও তাঁরা অতটা গুরুত্ব দেয়নি। ছাতু সংগ্রহ করে ফেরার সময় তাঁরা লক্ষ্য করেন যে দেওয়ালে তলে মানুষ চাপা পড়ে আছে। দ্রুত তাঁরা খবর দেয় স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে। সকলে এসে ছয় জনকে নিয়ে যাওয়া হয় চাকলতোড় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে।
House Collapse In Purulia
পুরুলিয়ায় দেওয়াল চাপা পড়ে মৃত শবর জনজাতির ৩ বাসিন্দা

×
Comments :0