গল্প / মুক্তধারা , বর্ষ ৩
মোসাহেবি
মোল্লা নাসিরুদ্দিন
মোল্লা দরবারে মোসাহেবি করতেন, বাদশাহর দরবারে তাঁর খুব নামডাক ছিল। দরবারে সকলেই নাসিরুদ্দিনকে খুব খাতিরও করতেন সমঝদার মোসাহেব বলে।
একদিন বেগুন ভাজা খেয়ে ভারি খুশি হয়ে বাদশাহ নাসিরুদ্দিনকে বললেন, "বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর কিছু তোমার জানা আছে কি ?"
" না হুজুর, বেগুনের মতো আর কোন জিনিস হয় না।"
শাহেনশাহ হুকুম দিলেন, " এবার থেকে আমার রোজ বেগুন ভাজা চাই। "
তারপর এক সপ্তাহ দু'বেলা বেগুন ভাজা খেয়ে বাদশাহ হঠাৎ রেগে গেলেন। খানসামাকে ডেকে বললেন, " আজ থেকে কোন দিন আর বেগুন ভাজা খাব না। এখনই ফেলে দে আমার সামনে থেকে, এই বাজে ভাজা একেবারে জঞ্জাল।"
" বেগুন একেবারে অখাদ্য", সায় দিয়ে বললেন নাসিরুদ্দিন সঙ্গে সঙ্গেই।
বাদশাহ এ কথা শুনে অবাক হয়ে বললেন, " সে কি মোল্লা সাহেব, তুমি যে এই সে দিনই বললে বেগুনের মতো আর কোন জিনিস নেই ! "
" আমি তো আপনার মোসাহেব, জাঁহাপনা ", বললেন নাসিরুদ্দিন, "বেগুনের তো নই।"
মোল্লা সাহেবের এ কথা শুনে বাদশাহ না হেসে পারলেন না, কারণ মোল্লাকে তিনি খুবই ভালোবাসতেন।
মোল্লার কথা :
চামচামি ও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই।
Comments :0