বোলপুর নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হয়েছে ' অভয়া স্বাস্থ্যশিবির'। বোলপুরের মির্জাপুর গ্রামে এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে কয়েক শো গ্রামবাসীর চিকিৎসা করেছেন কলকাতা, বর্ধমান সহ বীরভূমের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা। অভয়ার বিচারের দাবি সহ মানুষকে পরিষেবা দিতেই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ক্ষত আজও দগদগে। তাঁর স্মৃতিতে স্বাস্থ্য শিবির সংঘটিত করার মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করছেন চিকিৎসকেরা।
রাজ্যের চিকিৎসক আন্দলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, "অভয়ার বিচার আজও পাইনি আমরা। একজন চিকিৎসক ছাত্রীর সঙ্গে কর্মরত অবস্থায় যে ঘটনা ঘটেছে তা লজ্জার, তাঁর না করে যেতে পারা কাজ আমরা করছি। তার জন্যই এই স্বাস্থ্য শিবির। গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে। তবে এই কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ জারি থাকবে। অভয়া কাণ্ডের পরেও শয়ে শয়ে নারী নির্যাতনের ঘটনা ঘটছে।"
গ্রামবাসীদের মধ্যে মণিকা দাস বলেন, "আমাদের গ্রামের প্রচুর মানুষ আসছেন চিকিৎসা করাতে। বিনা পয়সায় দেখছেন ডাক্তারবাবুরা। আমরাও চাই ফুটফুটে মেয়েটার সাথে যা হয়েছে তার নায্য বিচার।" শিবির থেকে প্রতিবাদ ধ্বণিত হয়েছে কসবা ল'কলেজের ঘটনার বিরুদ্ধেও।
Comments :0