‘বন্ধু’ জেয়ার বোলসোনেরোর বিচার করা চলবে না। সরাসরি এমন হুমকি দিয়ে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
পালটা জবাবে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডা সিলভাও স্পষ্ট জানিয়ে দিলেন যে সার্বভিম ব্রাজিলের বিষয়ে খবরদারি করার কোনও চেষ্টাই বরদাস্ত করা হবে না। লুলার ইঙ্গিত, আমেরিকার ওপরও পালটা শুল্ক বসাতে পারে ব্রাজিল।
ভারতে নরেন্দ্র মোদী সরকার ছাড়া ছাড়া বিশ্বের প্রায় সব দেশ ট্রাম্পের শুল্কনীতিকে কড়া জবাবই দিচ্ছে। চীন, কানাডা, মেক্সিকোর সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল।
ট্রাম্পের ঘোষিত নীতি হলো যাদের থেকে আমেরিকা বেশি কেনে কিন্তু বেচে কম এমন দেশগুলির ওপরই বসানো হবে চড়া হারে শুল্ক। কিন্তু ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে আমেরিকা বাণিজ্য ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত রয়েছে। ব্রাজিলই বেশি কেনে আমেরিকার পণ্য ও পরিষেবা যতটা না বেচে আমেরিকাকে।
ট্রাম্প লুলাকে পাঠানো চিঠিতে বলেছেন যে বোলসোনেরোকে বিচারের সামনে ফেলা হচ্ছে। তা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। অবাধে কথা বলার স্বাধীনতা থাকছে না। আমেরিকার একাধিক সোশাল মিডিয়া সংস্থাকে নিজেদের দেশের আইন মানার নির্দেশ দিয়েছে ব্রাজিলের আদালত। ট্রাম্পের আপত্তি তাতেও।
উগ্র দক্ষিণপন্থী রাজনীতিতে ট্রাম্পের দোসর দক্ষিণ আমেরিকার ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি। ট্রাম্পের সমর্থক যেভাবে ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল নির্বাচনে তিনি হারার পর প্রায় সেভাবেই বোলসোনারোর ভক্তরা হামলা চালায় ব্রাজিলের জাতীয় সংসদে, সুপ্রিম কোর্টে। তার জেরে বোলসোনেরোর বিরুদ্ধে নিরবাচনের রায় উলটে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হয় মামলা। শুরু হবে বিচার। সেই প্রক্রিয়া ভেস্তে দিতে সরাসরি ট্রাম্প চাপ দিচ্ছেন।
লুলা জবাবে বলেছেন, প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে আমেরিকাকে। নিজেদের অপছন্দ হলে কোনও দেশের আইনি প্রক্রিয়াকে বানচাল করা যায় না। পালটা ৫০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্পকে।
Trump vs Lula
সাগরেদের বিচার ঠেকাতে ব্রাজিলের ওপর ৫০% শুল্ক, ট্রাম্পকে কড়া জবাব লুলারও

×
Comments :0