বহিরাগত মুক্ত, দুষ্কৃতী মুক্ত, দুর্নীতি মুক্ত কলেজ চাই। শনিবার এই দাবিতেই বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে ডেপুটেশন দিল এসএফআই এবং ডিওয়াইএফআই।
ভৈরব গাঙ্গুলি কলেজের একটি অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সম্প্রতি। ভিডিও-র সত্যতা যাচাই করা যায়নি। তবে কলেজের অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক নেতার উদ্দাম নাচের দৃশ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সব মহলে। নাগরিকরা প্রশ্ন তুলছেন, কোনও কলেজের অনুষ্ঠানে এই দৃশ্য দেখতে হবে কেন।
আর জি করের পর কসবা কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের ছাত্রনেতা এবং তাদের ওপরে দলীয় নেতৃত্বের হাত এবং পুলিশের প্রশ্রয় ঘিরে প্রতিবাদও তীব্র। সেই সময়েই ভৈরব গাঙ্গুলি কলেজের এই ভিডিও ছড়িয়েছে।
এদিন এসএফআই এবং ডিওয়াইএফআই’র ৮ সদস্যের প্রতিনিধিদল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে। অধ্যক্ষ কলেজে ছিলেন না। ডেপুটেশন নেন ভারপ্রাপ্ত শিক্ষক।
কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে অবৈধ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। কেননা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনই বন্ধ করে রেখেছে তৃণমূল সরকার। সেই রায় মনে করিয়েছেন ছাত্র-যুব নেতৃবৃন্দ।
ডেপুটেশন দিতে এই প্রতিনিধি দলে ছিলেন, আকাশ কর, রূপঙ্কর সাহা, শ্রেয়া চ্যাটার্জি, তানিয়া মিত্র, তন্ময় মুখার্জি। এছাড়াও এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী, সভাপতি সপ্তর্ষি দেব, এসএফআই জেলা সভাপতি ডাঃ দীপ্তজিৎ দাস। ছিলেন প্রাক্তন যুবনেতা সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার ও সুব্রত চ্যাটার্জি প্রমুখ।
Bhairab Ganguly College
কলেজের অনুষ্ঠানে উদ্দাম নাচ, ভৈরব গাঙ্গুলি কলেজে বিক্ষোভ ডেপুটেশন ছাত্র-যুবদের

×
Comments :0