ENTALLY SIGNATURE CAMPAIGN

‘চোরদের বিরুদ্ধে লড়াই হবেই’,
হুমকি রুখে সই সংগ্রহ এন্টালিতে

কলকাতা

রবিবার সই সংগ্রহের সময় তৃণমূলের বাধা রুখছেন সিপিআই(এম) কর্মীরা। ছবি: মনোজ আচার্য

‘চোরদের বিরুদ্ধে লড়াই থামাতে পারবে না। চোরদের বিরুদ্ধে লড়াই হবেই।’

কলকাতায় এন্টালির মুন্সিবাজারে সই সংগ্রহের ভিড় থেকে উঠল এমনই জোরালো আওয়াজ। রবিবার এন্টালিতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। সিপিআই(এম) কর্মীরা তখন সই সংগ্রহ করছিলেন দুর্নীতির বিরুদ্ধে, দেশের প্রধান বিচারপতিকে দেওয়ার চিঠিতে। 

রাজ্যের নানা এলাকায় বাধা দিতে এসে এমনই পালটা স্লোগান শুনতে হচ্ছে। বাদ যায়নি এন্টালি। 

তৃণমূলের লোকজন যখন হটিয়ে দিতে চাইছে সই সংগ্রহের বাহিনীকে, আওয়াজ তুললেন মহিলারা। বললেন, ‘ওসব দিন চলে গেছে। ওসব এখন চলবে না।’

তৃণমূলের কোনও মাতব্বর তখন হুমকির সুরে চড়া গলায় তুই তোকারি শুরু করেছে। বলছে, ‘যা এখান থেকে।’

উদ্বেগের বিন্দুমাত্র আভাস না রেখে সিপিআই(এম) কর্মীরা বিদ্রুপ ছুঁড়ে বলেছেন, ‘‘ওরেব্বাবা, এ আবার কে রে!’’ 

রবিবার কলকাতার বিভিন্ন এলাকায় হয়েছে গণস্বাক্ষর অভিযান। রাস্তায় টেবিল চেয়ার পেতে শিবির করে সই নেওয়া হয়েছে। বহু মানুষ এসে সই করেছেন। মুন্সিবাজার এলাকাতেও চেয়ার টেবিল পেতে ক্যাম্পের আয়োজন করেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। বহু মানুষ সই দিচ্ছিলেন। 

ক্যাম্পের সামনে জড়ো হয় তৃণমূলের দুষ্কৃতীরা। ক্যাম্প গুটিয়ে নিতে বলে। কিন্তু, হুমকিকে উপেক্ষা করে চলে সই সংগ্রহ। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআই(এম)। 

সিপিআই(এম) নেতা দেবেশ দাস বলেছেন, ‘‘জনতা তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা যত হচ্ছেন তৃণমূল ততই আতঙ্কগ্রস্ত হয়ে উঠছে। আতঙ্ক থেকেই এমন হামলা চালাচ্ছে। 

Comments :0

Login to leave a comment