মুক্তধারা
কবিতা
দীপ
-------------------------
আনজু বানু
-------------------------
৫ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
জ্বলুক প্রদীপ ফুটুক শুভ্র আলো
ঘুচুক মনের যত কুকাব কালো।
মনের যত শুভ্র আলো ঢালো
উদ্ভাসিত হোক সবই ভালো।
এ শপথ সবাই মেনে চলো
এই কথা এক সুরে বলো।
সবাই মনের দ্বার খোল
হাত ধরে হেঁটে চলো।
মনের দ্বীপ জ্বালো
হবেই হবে ভালো।
শুভ দ্বীপ জ্বালি
শুভ দীপাবলি।
কালো যাক
শুভ হোক।
আলোয়
জ্বালো
দীপ।
Comments :0