Haltu CPI-M Office

বাইপাসের ধারে ভাঙা হলো সিপিআই(এম) দপ্তর, এলাকায় তীব্র প্রতিবাদ

জেলা

হালতুর নষ্করহাট উত্তর শাখার এই দপ্তরটি ভেঙে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে।

রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো সিপিআই(এম)-র দপ্তর। ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডে নস্করহাট অঞ্চলে। হালতু এরিয়া কমিটির অন্তর্গত নষ্করহাট উত্তর শাখার এই দপ্তরটি গত বুধবার রাতে ভেঙে গুঁড়িয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যারা পার্টি অফিস ভাঙছে তাদের মুখ কালো কাপড়ের ঢাকা। যে গাড়িতে করে তারা এসে এই পার্টি অফিস ভাঙছিল সে গাড়ির নাম্বার প্লেটও কালো কাপড়ে ঢাকা। এলাকার বাসিন্দারা সকালবেলা প্রথম দেখতে পান যে সিপিআই(এম) দপ্তরটি ভেঙে পড়ে রয়েছে। শাবল, হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে গোটা দপ্তর। এলাকায় এই ঘটনার পরে ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পার্টি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে সভাপতিত্ব করেন এরিয়া কমিটি সম্পাদক মানস মজুমদার। বক্তব্য রাখেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য দেবাশিস দে, জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জি, সায়ন ব্যানার্জি, কলকাতা জেলা সম্পাদকমন্ডলী সদস্য দীপু দাস। 
ইতিমধ্যে বহু সাধারণ মানুষ পার্টি অফিস পুনর্নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সিপিআই(এম)’র পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নতুন করে পার্টি অফিস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এর আগে উত্তর ২৪ পরগনার বিলকান্দায় ভাঙা হয়েছে সিপিআই(এম) দপ্তর।

Comments :0

Login to leave a comment