ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো শ্লথ ভাল্লুকের ছবি। পুরুলিয়া বনবিভাগের সঙ্গে বন্যপ্রাণ নিয়ে কাজ করা সংস্থা ‘’হিল” এর যৌথ প্রকল্পে বন্যপ্রাণের উপস্থিতি নিয়ে লাগানো ক্যামেরাতে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ভিডিও এসেছে বনদপ্তরের কাছে এসেছে। যা এই প্রথম । বনদপ্তরের দাবি বাংলা ঝাড়খন্ডে আসা যাওয়া করে কোন অস্থায়ী বাসিন্দা এরা নয়। রীতিমতো স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এই শ্লথ ভাল্লুক। যা দেখে পুরুলিয়ায় শ্লথ বিয়ার কনজারভেশন প্রজেক্ট এর জন্য মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। বনবিভাগের দাবি পূর্ণবয়স্ক পুরুষ মহিলা মিলে কম করে ১০ থেকে ১১ টি শ্লথ ভাল্লুক রয়েছে। শাবক থাকার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। স্থানীয় হরতান গ্রামের বাসিন্দাদের বক্তব্য সন্ধ্যার পর একেবারে জনবসতির কাছাকাছি চলে আসছে ভাল্লুক। সেখান থেকে তারা ফলমূল ,পিঁপড়ে, উইপোকা প্রভৃতি খেতে আসছে। পাহাড়ি ঝরনাতেও জল খেতে আসছে। মানুষের মুখোমুখি ও বেশ কয়েকবার হয়েছে। এখন তাই ভাল্লুকের আতঙ্কে এলাকার মানুষ দল বেঁধে জঙ্গলে সাবধানে যাচ্ছে। গ্রামবাসীদেরও দাবি ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং ভাল্লুক শাবকেরও দেখা তারা পেয়েছেন।
ভাল্লুক উদ্ধার বা পুনর্বাসন কেন্দ্র সারা রাজ্যের মধ্যে একমাত্র পুরুলিয়াতেই রয়েছে। যদি শ্লথ বিয়ার কনজারভেশন প্রজেক্ট পুরুলিয়ায় গড়ে উঠে তাহলে তা ওই ভাল্লুক পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সেন্ট্রাল জু-অথরিটির একটি দল ইতিমধ্যে পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়ার মিনি জু তে ওই ভাল্লুক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। বনদপ্তরের থেকে চলতি শীতেই ভাল্লুক গণনার কাজ শুরু হচ্ছে।
Purulia
পুরুলিয়ায় শ্লথ ভাল্লুকের ছবি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়
×
Comments :0