মীর আফরোজ জামান: ঢাকা
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তায় ইউনুস সরকারকে দায়ী করল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টি একটি বিবৃতিতে বলেছে যে ৬০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এমন দলগুলিকে বাদ দিয়ে তথাকথিত ঐকমত্যের কাগজ তৈরি করেছে সরকার। এই প্রয়াস প্রতারণায় ভরা।
ওয়ার্কার্স পার্টির অভিযোগ, ঐক্যমত্য দলিলে সই রয়েছে এমন অনেক দলও প্রতারণার অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য যা আলোচনা হয়েছে দলিলের বয়ানে তা লেখা হয়নি।
কমিশনের কয়েকজনের রাজনৈতিক উদ্দেশ্যকে জায়গা দেওয়া হয়েছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐকমত্য কমিশনের সকল দায় এখন ডঃ মোহাম্মদ ইউনুসের। বলা হয়েছে, গত দেড় বছরে ড. ইউনুস যে ভাবে ব্যর্থ এবং দেশ পরিচালনায় অযোগ্যতার প্রমাণ দিয়েছেন তাতে তার আর একমুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়।
Comments :0