Dhupguri

প্যাঙ্গোলিনের আঁশসহ ধূপগুড়িতে গ্রেপ্তার দুই

জেলা

বিপন্ন প্রজাতির প্রাণী চিনা প্যাঙ্গোলিনের আঁশ পাচারের অভিযোগে ধূপগুড়ির দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ। বনদপ্তর প্রায় ৪৭০ গ্রাম চিনা প্যাঙ্গোলিনের আঁশ বাজেয়াপ্ত করেছে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জার রাজীব চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বিনোদ রায় ও পূর্ণ রায়। দুজনেই ধূপগুড়ি মহকুমার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা চিনা প্যাঙ্গোলিনের আঁশ বিক্রির চেষ্টা করছিল। বনদপ্তর সূত্রে খবর, ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
কীভাবে এবং কোথা থেকে এই বিপন্ন প্রাণীর আঁশ তাদের হাতে এল, তার উৎস অনুসন্ধানে নেমেছে বনবিভাগ। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক থাকতে পারে।

Comments :0

Login to leave a comment