রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো সিপিআই(এম)’র দপ্তর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের বিধানসভার অন্তর্গত বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে। পার্টি দপ্তর ভাঙার প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে সিপিআই(এম) বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক রবীন নন্দী আক্রান্ত হন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)।
বুধবার সকালে দেখা যায় পার্টি অফিসটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ছুটে যান ওই পঞ্চায়েত প্রাক্তন সভাপতি ও সিপিআই(এম) বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক রবীন নন্দী। ছিলেন পার্টি কর্মীরাও। খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ।
তারপরই প্রায় ৫০ জন দুষ্কৃতী নিয়ে ঘটনাস্থলে চড়াও হয় পঞ্চায়েতের বর্তমান সভাপতির নেতৃত্বে তৃণমূলের বাহিনী। এই বাহিনী চড়াও হয় সিপিআই(এম) কর্মীদের উপর। বেধড়ক মারধর করা হয় এরিয়া কমিটির সম্পাদক রবীন নন্দী, পার্টিকর্মী এবং ঘনিষ্ঠ দরদি শ্রীবাস দাস ও দীপক দত্তকে।
এই খবর পেয়ে পৌঁছে যান সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য আত্রেয়ী গুহ, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, জেলা কমিটির সদস্য সুনীত ঘোষও। ছুটে যান ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী সহ নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার কর্মী সমর্থক সাধারণ মানুষ সমবেত হন।
আক্রান্তদের প্রথমে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপরে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ জানিয়েছেন, তৃণমূলের হামলা থেকেই স্পষ্ট রাতের অন্ধকারে কারা বুলডোজার দিয়ে আমাদের পার্টি অফিস ভেঙেছে।
CPIM
বিলকান্দায় গুঁড়িয়ে দেওয়া হলো সিপিআই(এম) দপ্তর, আক্রান্ত এরিয়া সম্পাদক
×
Comments :0