Mamdani BJP

কোনও ‘খান’ মুম্বাইয়ের মেয়র যেন না হয়, মন্তব্য বিজেপি নেতার, প্রতিবাদও

জাতীয়

নিউ ইয়র্কে জোহরান মামদানির জয়েই উদ্বিগ্ন বিজেপি।

নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে সরাসরি সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে পড়ল বিজেপি। 
মুম্বাইয়ে বিজেপি’র সভাপতি অমিত সতম বলেছেন যে মুম্বাইয়ের মেয়র পদে কোনও ‘খান’কে চাপিয়ে দিলে কিন্তু মানুষ মানবে না। 
নিউ ইয়র্কে মেয়র পদে নির্বাচিত হয়েছেন ডেমেক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। অতি দক্ষিণপন্থী রিপাবলিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। বিশ্বজুড়ে বিজেপি’র মতো অতি দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি গতিপ্রকৃতিতে উদ্বেগে রয়েছে। সতমের মন্তব্যে তার প্রতিফলন পড়েছে। 
সতম বলেছেন, বিশ্বের বেশ কিছু শহরে রাজনীতির রঙ বদলাচ্ছে। বেশ কয়েকজন মেয়রের পদবি নজরে রাখা দরকার। বিরোধী জোট ‘মহা বিকাশ আগাড়ি’ ‘ভোট জিহাদ করতে চাইছে। মুম্বাইয়ের জনতাকে সতর্ক থাকতে হবে। 
সতমের বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বিভিন্ন অংশই। তার মধ্যে নজর কেড়েছে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এইচ এস পনাগের মন্তব্য। তিনি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, নিউ ইয়র্কে মেয়র তো সেখানকার জনতা নির্বাচন করেছে। কাউকে তো চাপিয়ে দেওয়া হয়নি। মুম্বাইয়ে কাউকে চাপিয়ে দেওয়ার কথা উঠছে কেন?
লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত এই আধিকারিক অভিনেত্রী গুল পনাগের বাবা।

Comments :0

Login to leave a comment