বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই যোগাসন প্রতিযোগিতায় জাতীয় স্তরে স্বীকৃতি আদায় করে নিল সেঁজুতি বারুই। অভাবের সংসারের মধ্যেই তার এই বিরাট সাফল্য। 
রিচা ঘোষ, হরমনপ্রতি কৌরের সাফল্যে উচ্ছ্বসিত দেশ। আর সেঁজুতির সাফল্যে আনন্দের জোয়ার তার বাড়িতে, পাড়ায়।
মালদা জেলার সাহাপুর অঞ্চলের বাসিন্দা নিয়ন্ত্রিত বাজারের ভ্যানচালক সবজি বিক্রেতার মেয়ে সেঁজুতি বারুই তৃতীয় শ্রেণির ছাত্রীদের জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। 
বাবার আয় সামান্য। তবু পড়াশোনার পাশাপাশি যোগাসনের চর্চা করে চলেছে সেঁজুতি। জাতীয় স্তরে এই সাফল্যে খুশি পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষকরা। মা সান্ত্বনা বাড়ুই গৃহবধূ। বাবা বিনয় বাড়ুই ভ্যান চালক। 
আগামী ডিসেম্বরের ৩০ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে নেপালে সাউথ এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে এই ছাত্রী। 
মালদা জেলা রিক্সা ভ্যান চালক ইউনিয়নের জেলা সম্পাদক অনুপম গুণ বলেন, সেঁজুতির সাফল্যে আমরা খুশি। তার পরিবার কষ্ট সহ্য করে মেয়েকে এই জায়গায় নিয়ে গিয়েছে যেভাবে তা প্রশংসনীয়। আমাদের সংগঠন তাঁদের পাশে আছে।
Senjuti Barui Maldah
অভাবের সঙ্গে যুঝে জাতীয় যোগাসনে তৃতীয় সেঁজুতি
                                    বাবা-মায়ের সঙ্গে সেঁজুতি বারুই।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0