Indian Sudent Killed

ভারতীয় ছাত্রকে গুলি করে খুন শিকাগোয়

আন্তর্জাতিক

আমেরিকার শিকাগোয় গুলি করে হত্যা করা হলো ভারতীয় এক ছাত্রকে। নিহত ছাত্র সাই তাজু নুকারাপুর বাড়ি তেলেঙ্গানায়। 
নুকারাপু ছাত্র। পেট্রোল পাম্পে আংশিক সময়ের কাজ করতেন। বয়স ২২। পেট্রোল পাম্পেই হত্যা করা হয়েছে তাঁকে। 
শিকাগোয় ভারতের উপদূতাবাস প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। উপদূতাবাস শনিবার বিবৃতিতে জানিয়েছে নিহতের পরিবার এবং বন্ধুদের সহযোগিতার ব্যবস্থা করা হবে। 
জানা গিয়েছে, ভারতে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে আমেরিকায় নুকারাপু গিয়েছিলেন এমবিএ করতে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন