একধাক্কায় কমলো তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামলো ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য জুড়ে শুরু হয়েছে উত্তরের হাওয়া। রাজ্যের প্রায় সব জেলাতেই কমতে শুরু করেছে তাপমাত্রা।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ১৯ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। বীরভূমের তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীত আসতে এখনও দেরি আছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-এর নীচে, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ থেকে ৮৪ শতাংশ।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় এদিন সকাল থেকে হালকা কুয়াশার প্রভাব দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আকাশ পরিষ্কার থাকবে। একটানা শুষ্ক আবহাওয়া থাকবে।
WEATHER
উত্তরের হাওয়া থাকলেও এখনই আসছে না শীত
×
Comments :0