PRC CAMP

পিআরসি বিশেষ ক্যাম্প উত্তর দিনাজপুরে

জেলা

শনিবার উত্তর দিনাজপুর জেলার প্রতাপপুর গ্রামের প্রান্তিক মানুষদের চিকিৎসার জন্য বিশেষ স্বাস্থ্য শিবির করলো পিআরসি। গ্রামের প্রায় কয়েকশো মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন পিআরসি’র ক্যাম্প থেকে। 
পিআরসির অন্যতম সংগঠক জয় দত্ত রায় জানান, ভাটোল, বিন্দোল, মহিপুর, ভগীলতার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে পিআরসির ক্যাম্প করে মানুষের সহায়তা করার। মানুষের দাবিকে মর্যাদা দিতেই অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক অর্থোপেডিক্স পিআরসি উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি চিকিৎসক অনিন্দ সরকার, বিজয় সরকার গ্রামের লোকেদের এই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। দেওয়া হচ্ছে বিনামুল্যে ওষুধ। 
ক্যাম্পে উপস্থিত আছেন পিআরসির ওই জেলার সভাপতি রত্না সেনগুপ্ত। সন্ধ্যা পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment