নতুনপাতা : বলতে পারো
অমল কর
জিজ্ঞাসা
১) টেস্ট ক্রিকেটে দশম উইকেটে রেকর্ড রান কত?
২) ইউরো কাপে রেকর্ড আত্মঘাতী গোল কবে এবং কতগুলো?
৩) মানুষের শরীরে কোন্ কোন্ অঙ্গ অবিরাম ক্রিয়াশীল?
৪) কম্বোডিয়ার জাতীয় গাছ কোনটি?
৫) 'পারিব না ' এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব একবার __
"পারিব না" বিখ্যাত এই কবিতাটা কার লেখা?
৬) আয়লা, আমফান ও ইয়াস(যশ) __এই ৩টা ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন্ কোন্ দেশ?সমাধান
সমাধান
১) টেস্ট ক্রিকেটে দশম উইকেটে রেকর্ড রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে অষ্ট্রেলিয়ার হেজেলউড ও গ্ৰিন-এর করা ১১৬ রান।
২)ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টে রেকর্ড ১০ টি আত্মঘাতী গোল হয় ২০২৪ সালে।
৩) মানুষের শরীরে কিডনি ও হৃৎপিণ্ড অবিরাম ক্রিয়াশীল।
৪) তালগাছ কম্বোডিয়ার জাতীয় গাছ।
৫) পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব একবার..."পারিব না" বিখ্যাত এই কবিতাটি লিখেছেন
কবি কালীপ্রসন্ন ঘোষ ।
৬) আয়লা, আমফান ও ইয়াস (যশ) ঘূর্ণিঝড়ের নামকরণ করে যথাক্রমে মালদ্বীপ , থাইল্যান্ড ও
ওমান।
Comments :0