শারদীয়া ১৪৩১
মণ্ডা মিঠাই
নতুনপাতা
দূর্গা পূজা
রাজ মন্ডল
কথায় আছে "বাঙালির বারো মাসে তেরো পার্বণ"। সত্যিই প্রায় সারা বছর জুড়েই বাঙালির জীবন নানা প্রকার উৎসবের আলোয় মুখরিত হয়ে থাকে । তার মধ্যে অন্যতম হল বাঙালির "দূর্গা উৎসব"। বাঙালিরা রামায়নের বিবরণ অনুযায়ী অকালবোধন কেই শারদোৎসব হিসেবে বেছে নিয়েছেন।
সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশমীর দিন পর্যন্ত শারদীয়া দূগাপূজা অনুষ্ঠিত হয়।
দূর্গা পূজার আগে অমাবস্যায় পালিত হয় মহালয়া। এই দিন হিন্দুরা শাস্ত্র অনুশাসনে পূর্বপুরুষদের প্রতি তর্পন করে থাকেন যা শুধুই আচার।
দূর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ধনী-দরিদ্র। জ্যাতি ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ দূরে সরিয়ে সবাই মিলেমিশে পরম আনন্দের মিলন ক্ষেত্র ও ভালোবাসার বন্ধন হল দূর্গা পূজা।
আলোর মালায় সেজে ওঠে চারপাশ। বিভিন্ন স্থানে একসাথে অনেক মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করে।সেখানে মুছে যায় সব বিভাজন। শিল্পীদের শিল্পকলা আমাদের মুগ্ধ করে। কাশের বনে লাগে হাওয়ার পরশ।
এই উৎসব আমাদের মনের কালিমা মোচন করুক।
পঞ্চম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ
খড়দহ, পশ্চিম পানশিলা, সোদপুর, উত্তর ২৪ পরগনা
৮২৭২৯০৬৯৫৩
Comments :0