শারদীয়া ১৪৩১
কবিতা
নতুনপাতা
শরতের হাতছানি.......
বিমান পাল
ছুটির ঘন্টা উদাস করে
পুজোর গন্ধ মাতিয়ে তোলে
ঢাকের তালে মিষ্টি বোলে
মন কেমনের অলস ভোরে
দাদান দিদু হুটোপুটি করে
হাতছানি দেয় শরত আকাশ
বাঁধন ছাড়া পাগলা বাতাস
এমন দিনে নীল আকাশে
মেঘের ভেলা দুলকি চালে
দুষ্টু মিষ্টি লুকোচুরি খেলে
এমন দিনে মাঠে ঘাটে
কোয়েল দোয়েল মিঠে সুরে
বসত ছেড়ে দিচ্ছে পাড়ি
আমন্ত্রণে মাথা নাড়ে
কাশ ফুলেদের সারি।।
Comments :0