শারদীয়া ১৪৩১
কবিতা
নতুনপাতা
শিশুদের দুর্গাপূজা
শিবানী পাঁজা
দুর্গাপূজা এল যেই
খুশি যত শিশুর মুখে,
ইস্কুলে তে ছুটির ঘন্টা -
কাটবে ক -দিন বড়ই সুখে!
রং বাহারি পোশাক পরে
ছুটবে ওরা মণ্ডপে যে,
যেন পুতুল পরি সেজে
উঠবে সব ফুলে ফেঁপে!
খাওয়া দাওয়া -এলাহি ব্যাপার
বাধা বাঁধন মানবে না,
স্বাধীন সুখে চলবে ক -দিন
মেলে দিয়ে মজার ডানা!
পদ্ম শালুক শিউলি কাশ
সরের বনে নাচে পাখি -
শিশু যত হlওয়ায় ওড়ে -
শরৎ আলোয় মাখামাখি।
ধরবে যেন পালতোলা মেঘ
স্বপ্ন মেখে ছুটছে তাই -
পুজো পুজোর -এই ক -টা দিন
ঘরে ওদের পাত্তা নাই।
Comments :0