শারদীয়া ১৪৩১
কবিতা
নতুনপাতা
ষোলোআনা
সুখেন্দু মজুমদার
পুজোর ছুটিটা এলে ঘুরতে যাবার
এতদিনে মত হল মা আর বাবার।
সোমা বলে চল যাই পাহাড়ে এবার,
দেওঘরে গেলে পরে বেডিং নেবার
দরকার নেই কোনো, ঠাসাঠাসি গাড়ি
সোজা গিয়ে উঠে যাব দিদিমার বাড়ি।
বুবু বলে তার চেয়ে চলো নাসিকে
চিঠি লিখে দিলে হয় আজই মাসিকে,
গোয়াটাও ঘোরা যাবে ভেবেছি ক'বার
হয়তবা কষ্ট হবে একটু সবার।
সব শুনে বাবা বলে টিকিটটা কাটি,
না পেলে পুজোর ছুটি ষোলোআনা মাটি।
Comments :0