SHARADIYA 1431 \ POETRY \ NATUNPATA \ SOLOYANA - SUKHENDHU MAZUMDAR \ 11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ নতুনপাতা \ ষোলোআনা - সুখেন্দু মজুমদার \ ১১ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  POETRY  NATUNPATA  SOLOYANA - SUKHENDHU MAZUMDAR  11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা  

নতুনপাতা

ষোলোআনা 

সুখেন্দু মজুমদার

পুজোর ছুটিটা এলে ঘুরতে যাবার 
এতদিনে মত হল মা আর বাবার।

সোমা বলে চল যাই পাহাড়ে এবার,
দেওঘরে গেলে পরে বেডিং নেবার 
দরকার নেই কোনো, ঠাসাঠাসি গাড়ি
সোজা গিয়ে উঠে যাব দিদিমার বাড়ি।

বুবু বলে তার চেয়ে চলো নাসিকে 
চিঠি লিখে দিলে হয় আজই মাসিকে,
গোয়াটাও ঘোরা যাবে ভেবেছি ক'বার 
হয়তবা কষ্ট হবে একটু সবার।

সব শুনে বাবা বলে টিকিটটা কাটি,
না পেলে পুজোর ছুটি ষোলোআনা মাটি।

 

Comments :0

Login to leave a comment