Ali Khan Mahmudabad

ফের লিখালেখি করতে পারবেন মাহমুদাবাদ, নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয়

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে ফের লেখালেখির অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলায় দুই বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচী বলেছেন অধ্যাপক মাহমুদাবাদ বিচারাধীন বিষয় বাদ দিয়ে অন্য যে কোনও বিষয়ে লেখালেখি করতে পারেন। 
‘অপারেশন সিন্দুর’ ঘিরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে এই অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল। বিশেষ তদন্ত দলকে আদালত বলেছে, চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সিট-র সামনে হাজিরা দেোয়ার প্রয়োজন এখন নেই অধ্যাপকের। কারণ তাঁর গ্যাজেট জমা দিয়ে রেখেছেন। গত ১৮ মে হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২১ মে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। আদালতের নির্দেশেই ‘সিট’ গঠিত হয়। 
গত মে-তে ‘অপারেশন সিন্দুর’ঘিরে পোস্ট করেছিলেন এই অধ্যাপক। সে সময়ে সেনার দুই মহিলা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি এবং উই কমান্ডার ব্যোমিকা সিং সাংবাদিক সম্মেলনে একসঙ্গে পরিস্থিতি জানাচ্ছিলেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণের উদ্দেশ্য ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায়। 
মাহমুদাবাদ তাঁর পোস্টে সমালোচনা করেছিলেন দক্ষিণপন্থীদের। সে সময়ে দুই সেনা আধিকারিককে দেখিয়ে প্রচার চলছিল ভারতে সব অংশের সমান অধিকার রয়েছে। মাহমুদাবাদী মনে করিয়েছিলেন যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সংখ্যালঘুদের দলবেঁধে পিটিয়ে হত্যা, আদালতের নির্দেশ ছাড়াই বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়াও এই ভারতে হচ্ছে। এই দুই মহিলাকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই সব নয়। তিনি সামরিক বাহিনীকে সংযমের জন্য অভিনন্দন জানিয়ে যুদ্ধ উন্মাদনার বিপদ সম্পর্কে মন্তব্য করেছিলেন ওই পোস্টে।  
এই মন্তব্যকে দুই মহিলাকে অপমান বলে নেমে পড়ে জাতীয় মহিলা কমিশন। সুপ্রিম কোর্ট অধ্যাপকের পোস্ট নিয়ে প্রশ্ন তুললেও জামিন দেয়।

Comments :0

Login to leave a comment