Delhi Rain

বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা

জাতীয়

শনিবার রাত থেকে ভারী বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দিল্লি। রবিবার সকালেও কমেনি দুর্যোগ। চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। প্লাবিত রাস্তাঘাট। সেই কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঝোড়ো বাতাসের কারণে ২০০’র বেশি বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। প্রায় ৪৯টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে রাতভর বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়েছে। তবে তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দিল্লির বাসিন্দারা। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে পারদের তীব্র পতন ঘটেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে, যা স্বাভাবিকের চেয়ে ৬.৯ ডিগ্রি কম।
আইএমডি জানিয়েছে যে দিল্লির আবহাওয়া দপ্তর এই মাসে এখন পর্যন্ত ১৮৬.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা মাসিক গড় ২১.৯ মিমি’র প্রায় নয় গুণ বেশি। মে মাসে রেকর্ড করা সর্বোচ্চ।  ২০০৮ সালে রেকর্ড ছিল  ১৬৫ মিমি। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করে শনিবার রাতে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সফদরজং-এ শহরের প্রাথমিক আবহাওয়া কেন্দ্রে শনিবার রাত সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে পাঁচটা এই ছয় ঘন্টায় ৮২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ৮১.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পালামে ৬৮.১ মিমি, পুসায় ৭১ মিমি, ময়ূর বিহারে ৪৮ মিমি, নরেলায় ৩০ মিমি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে ২৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। শহরের মতিবাগ, মিন্টো রোড, আইটিও, ধৌলা কুয়ান, দিল্লি ক্যান্টনমেন্ট, দীনদয়াল উপাধ্যায় মার্গ এবং চাণক্যপুরী সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়েছে। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার আন্ডারপাসে একটি গাড়ি এবং একটি বাস প্রায় সম্পূর্ণরূপে জলে ডুবে থাকতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে একই দৃশ্য দেখা গেছে।
সফদরজং-এ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২১ ডিগ্রি সেলসিয়াসে, আর পালাম-এ ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২২ ডিগ্রি সেলসিয়াসে। পুসায় ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, প্রগতি ময়দানে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং লোধি রোডে ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। রবিবার আবহাওয়া বিভাগ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। হরিয়ানার ঝাজ্জরের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়েছে।

নিম্নচাপের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তের পূর্বাভাস রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। যদিও এদিন সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে দুই উত্তর ২৪ পরগনা, দুই পশ্চিম মেদিনীপুরে আজ ও আগামীকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, যা আগামী ২৭ মে পর্যন্ত শক্তিশালী হয়ে তীব্র নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। 

Comments :0

Login to leave a comment