কোটলার ব্যাটিং সহায়ক বাইশ গজে ২৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় টেস্ট চালকের আসনে ভারতীয় ক্রিকেট দল। কুলদীপের ঘূর্ণিতে গতকালের অপরাজিত ৩১ রান করা সাই হোপ এদিন পাঁচ রান যোগ করে বোল্ড হন। আরেক অপরাজিত ব্যাটার টেভিন ইমলাচ ২১ রানে আউট হয়ে যান। জাস্টিন গ্রিভেস ১৭ ও জোমেল ওয়ারিকানও ১ রান করে দ্রু মাঠ ছাড়েন। এক সময় ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানে গিয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নবম উইকেটে খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ জুটি খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ জুটি ৪৬ রান যোগ করেন। ৮১.৫ ওভারে তাদের প্রথম ইনিংস ২৪৮ রানে অলআউট হয়। ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। ফলো-অন করার পর, ওয়েস্ট ইন্ডিজ দুই উইকেটে ১০০ রানেরও বেশি রান করেছে। ক্যাম্পবেল একটি অর্ধশতক করেছেন এবং হোপ ৩০ রান নিয়ে ক্রিজে রয়েছেন। দুজন ইতিমধ্যেই ৭০ রানেরও বেশি জুটি গড়েছেন। দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এই মূহুর্তে ১৪০। ৪০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪০/২। ওয়েস্ট ইন্ডিজ এখনও ভারতের চেয়ে ১৬০ রানেরও বেশি পিছিয়ে।
IND vs WI 2nd Test
কোটলার বাইশ গজে চালকের আসনে টিম ইন্ডিয়া

×
Comments :0