MUKTADHARA : POETRY : DAHAN : BHABANISHANKAR CHAKRABORTY : 8 OCTOBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : দহন : ভবানীশংকর চক্রবর্তী : ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  DAHAN  BHABANISHANKAR CHAKRABORTY  8 OCTOBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

দহন
ভবানীশংকর চক্রবর্তী

মন খারাপ  নিয়েই আছি।
শোকে তাপে দুঃখে থাকার কথা বলতে বলতে দ্রোহ জাগে।
দ্রোহে আছি।মনখারাপেও আছি।
আগুন আর দহনের মতো তারা থাকে ওতপ্রোত।

মা-বাবার বুকফাটা কান্না বড়ো বাজে।
যন্ত্রদানব সে কান্না শোনেও না,বোঝেও না।
সব কান্নাই একই রকম ।
কিন্তু এক নয়।
এক হলে ট্রয় নগরীর মতো ঝুরি ঝুরি  হয়ে  যেত এতদিন ক্ষমতার দুর্গ।

দৃশ্য বদল হয়।
বদলে দেওয়া হয় প্রমাণও।
লোপাট ফোপাট যা-ই বলো, হয়।
অবৈধ লেনদেন,অদলবদল চলে চুপিসারে।

এক-এর কথা হোক ।
ঐক্যের কথা চলুক।
ক্ষমতার দুর্গপ্রাচীর ভাঙতে হলে একতা জরুরি।

Comments :0

Login to leave a comment