বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ৪ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে ডুরান্ড কাপ জিতল কোন্ দল?
২. বাংলার কোন্ দল হিমাচল প্রদেশের দুর্গম ইউনাম শৃঙ্গ জয় করে?
৩. সংগীতশিল্পী দেবব্রত বিশ্বাস সম্বন্ধে কি জানো সংক্ষেপে বলো।
৪.নাট্যবেত্তা শম্ভু মিত্র সম্বন্ধে কি জানো সংক্ষেপে বলো।
৫. কবি- লেখক -সাহিত্য সমালোচক সজনীকান্ত দাস কোন্ কোন্ পত্রিকা সম্পাদনা করেন?
৬. মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার ছাড়াও উল্লেখযোগ্য কতগুলো পুরস্কার পান?
সমাধান
১. ২০২৫ সালে ভুরান্ড ফুটবল চ্যাম্পিয়ন হল নর্থ ইস্ট ইউনাইটেড ৬-১ গোলে ডায়মন্ড হারবারকে হারিয়ে। সেরা খেলোয়াড় জয়ী দলের আলাদিন।
২. বাংলার পর্বত অভিযাত্রী সংঘ-এর ১০ জন পর্বতারোহী সম্প্রতি হিমাচল প্রদেশের ৬১১১ মিটার উঁচু দুর্গম ইউনাম শৃঙ্গ আরোহণ করে।
৩. সংগীতশিল্পী ও শিক্ষক দেবব্রত বিশ্বাস-এর(জন্ম ২২/০৮/১৯১১)
ডাক নাম 'জর্জ'। তাঁর গানের রেকর্ড শতাধিক।কিন্তু সবমিলিয়ে প্রায় ৬০০টি গান তিনি গেয়েছেন। তাঁর আত্মজৈবনিক গ্ৰন্থের নাম 'ব্রাত্যজনের রুদ্ধসংগীত'।
৪. নাট্যকার অভিনেতা পরিচালক প্রযোজক বাচিকশিল্পী চলচ্চিত্র অভিনেতা শম্ভু মিত্র (জন্ম ২২/০৮/১৯১৫) বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠা করেন এবং পুতুলখেলা বিভাব চার অধ্যায় রক্তকরবী কাঞ্চনরঙ্গ রাজা অয়দিপাউস চোপ আদালত চলছে ইত্যাদি নাটক মঞ্চস্থ করেন। চলচ্চিত্রেরও তিনি অভিনেতা।
৫. কবি ঔপন্যাসিক লেখক সাহিত্য -সমালোচকএবং শনিবারের চিঠি পত্রিকা সম্পাদনা ছাড়াও সজনীকান্ত দাস(জন্ম ২৫-০৮-১৯০০) ছন্দা,প্রবাসী,বঙ্গশ্রী ও দৈনিক বসুমতী পত্রিকা সম্পাদনা করেন।
৬. মাদার টেরেসা(জন্ম২৬-০৮-১৯১০)
নোবেল শান্তি পুরস্কার ছাড়াও ৭০০ পুরস্কার লাভ করেন।উল্লেখযোগ্য: পদ্মশ্রী, ম্যাগসাসে, ভারতরত্ন, ইউএস কংগ্রেস গোল্ড মেডেল,প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম,পোপ জন পিস প্রাইজ প্রভৃতি।
মন্তব্যসমূহ :0