SHARADIYA 1431 \ POETRY \ CHITKAR - SUDIP BANDHAPADHAYA \ MUKTADHARA \ 11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ চিৎকার - সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় \ মুক্তধারা \ ১১ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  CHITKAR - SUDIP BANDHAPADHAYA  MUKTADHARA  11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা

চিৎকার
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

মুক্তধারা

একটি অনুচ্চারিত আর্ত চিৎকার
জন্ম দিল কোটি মানুষের প্রতিবাদী চিৎকার।
আমরা চিৎকারগুলিকে একসূত্রে বাঁধছি দেখে
মৃত্যুও স্তম্ভিত!
এইভাবে ওই রাতে স্তম্ভিত হয়েছিল তিলোত্তমা
স্টেথিস্কোপে মাপছিল সংবেদনি হৃদয়ের সুনামি,
পশুদের লজ্জা দিয়ে ঘিরে রেখেছিল মানুষের
নির্মিত পাশবিকতা!
সমস্ত চিৎকার যখন ফেটে পড়ার আকুল আবেগে
বেরিয়ে ছড়িয়ে পড়তে চাইছে,
ঠিক, ঠিক তখনই ধর্ষণের নির্মম অস্ত্রাঘাতে
ক্ষতবিক্ষত করা হল তিলোত্তমাকে।
শোকাবহ চিত্তে এখনও আমরা চিৎকারগুলিকে
প্রতিবাদী শব্দে গেঁথে রাখছি।

Comments :0

Login to leave a comment