শারদীয়া ১৪৩১
কবিতা
দশভূজা
ঝুমা সরকার
মুক্তধারা
আবার পড়ল ঢাকে কাঠি
উৎসব এল ফিরে
অভাগি মেয়েগুলো আর
ফিরবে না মা ঘরে
গোটা শহর উঠল সেজে
ঝলমলে চারিধার
তবুও কাঁটা রইল বিঁধে
সেই রাতের অন্ধকার।
শিউলির গন্ধ আগমনির সুরে
এবার উঠবে মেতে সবাই
উৎসবেও ভুলি না-যেন
বিচার চাই, বিচার চাই।
জয়ং দেহি যশো দেহি
দশভূজা দুর্গা মা
দুহাতে দিয়ো অপার শক্তি
অপরাধীর নেই ক্ষমা।
Comments :0