SHARADIYA 1431 \ POETRY \ DASHUVUJA - JUMA SARKAR \ MUKTADHARA \ 10 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ দশভূজা - ঝুমা সরকার \ মুক্তধারা \ ১০ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  DASHUVUJA - JUMA SARKAR  MUKTADHARA  10 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা

দশভূজা
ঝুমা সরকার

মুক্তধারা

আবার পড়ল ঢাকে কাঠি
উৎসব এল ফিরে
অভাগি মেয়েগুলো আর
ফিরবে না মা ঘরে

গোটা শহর উঠল সেজে
ঝলমলে চারিধার
তবুও কাঁটা রইল বিঁধে
সেই রাতের অন্ধকার।

শিউলির গন্ধ আগমনির সুরে
এবার উঠবে মেতে সবাই
উৎসবেও ভুলি না-যেন
বিচার চাই, বিচার চাই।

জয়ং দেহি যশো দেহি
দশভূজা দুর্গা মা
দুহাতে দিয়ো অপার শক্তি 
অপরাধীর নেই ক্ষমা।

 

Comments :0

Login to leave a comment