শারদীয়া ১৪৩১
কবিতা
দ্রোহ কাল
গৌতম ঘোষ
মুক্তধারা
প্রেম প্রণয় আসেনা আর
আসেনা আর কাব্য,
এখন রক্ত ঝরা দ্রোহ কাল
বিদ্রোহ আজ সম্ভাব্য।
ফুলের মত নিষ্পাপ প্রাণ
ছিড়ে খায় হায়না,
তিলোত্তমার চোখে রক্ত ক্ষরণ
লিখতে মন চায়না।
হিংস্র শ্বাপদ ফুলের বিপদ
শাসক দিচ্ছে প্রশ্রয়,
ধর্ষকের রাত খুন রক্তপাত
ধর্ষিতার নেই আশ্রয়।
কাব্য ছেড়ে ভাববো এবার
নারী মুক্তির কথা,
লেখনি ডগায় বারুদ ঝরুক
ভাঙ্গুক কাব্যিক নীরবতা।
Comments :0