SHARADIYA 1431 \ POETRY \ DIGANTAPURE UMAR YATRA - PRADIP KUMAR CHAKRABORTY \ MUKTADHARA \ 12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ দিগন্তপুরে উমার যাত্রা - প্রদীপ কুমার চক্রবর্তী \ মুক্তধারা \ ১২ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  DIGANTAPURE UMAR YATRA - PRADIP KUMAR CHAKRABORTY  MUKTADHARA  12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১

কবিতা

দিগন্তপুরে  উমার যাত্রা

প্রদীপ কুমার চক্রবর্তী

মুক্তধারা

তিথি গোলমালে নবমী দশমী 
সব মিশে একাকার 
এইতো বাজলো বোধনের ঢাক
এখনই যাবার তাড়া 
এখনও শরৎ বৃষ্টি ঝরায় 
বর্ষাতে সমাহার 
বাঙালী আবেগ জমকালো বেগ
আছে ঠিক শিরদাঁড়া।

আনন্দ ও ক্ষোভ, টক মিষ্টিতে 
শারদীয়া ছিল মগ্ন 
ঝরা শিউলি কুড়িয়ে এনেও 
হয় নিকো মালা গাঁথা 
দুলে দুলে কাশ পায় অবকাশ 
ঝরে পড়া সেই লগ্ন
আকাশ আঁখিতে শাপলারা ফোটে 
জমে সেথা কতো ব্যথা ।

নানা অবিচার অনাচার মাঝে
মন ছিল কতো রুষ্ট 
আনন্দ স্রোতে ছিল না মাতন 
থেমে গেছে যতো সাড়া 
হাজারে হাজারে সব রাত জাগে 
কেউ হয়নি তো তুষ্ট 
হায় রে সমাজ ! হায় মহাকাল!
 সোজা আছে শিরদাঁড়া।

উমা চলে যাবে হিমালয় কোলে
মনেতে গভীর ছায়া 
মর্তের উমা হয়েছে নিধন
সে বিভৎস মহিষাসুর 
আগাছার মতো তারা হয়েছে  লালিত 
কতো অভিশাপ ভরা মায়া 
বিষাদগ্রস্ত শারদীয়া হাসে 
ডাকে যে দিগন্তপুর ।

Comments :0

Login to leave a comment