SHARADIYA 1431 \ POETRY \ DURGAMASIR KACHE NIBEDAN - APURBA KOLE \ MUKTADHARA \ 12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ দুর্গামাসির কাছে নিবেদন - অপূর্ব কোলে \ মুক্তধারা \ ১২ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  DURGAMASIR KACHE NIBEDAN - APURBA KOLE  MUKTADHARA  12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১

কবিতা

দুর্গামাসির কাছে নিবেদন
অপূর্ব কোলে

মুক্তধারা

দুর্গামাসি দুর্গামাসি সত্যি সত্যি মেরেছিলে মোষের-অসুর !
না কি এসব কল্পকথা ঠাকুরদাদার ঝুলির মতন
মন ভোলানো রূপকথা সব শিশুর খুশির মানিক রতন ।
দুর্গামাসি, মাফ কর না দুষ্টু লোকের কোনো কসুর ?

শরৎ কালে আসো কেবল সপরিবার যুদ্ধসাজে ।
তোমায় দেখে ভয় লাগে না সিংহটাও কেমন যেন 
সরস্বতী লক্ষ্মী গণেশ সাজুগুজু করে কেন !
মরেও কেন মহিষাসুর চেয়ে থাকে সবার মাঝে?

সন্দেহ তাই বাড়তে থাকে অসুরটা কি মরেছিল!
কাতুদাদা, ননীর পুতুল! সেনাপতি বলব তাকে!
এসব দেখে কলা বৌ কি লজ্জাতে মুখ ঢেকে রাখে 
বাপের বাড়ি এলে যখন মহিষাসুরটা কেন এলো!

দুর্গামাসি,বলছি শোনো মোষের দত্যি যায়নি মরে
আমার দেশে বাড়ছে তারা রাতবিরেতে চরাচরে
দিদির মাংস খাচ্ছে তারা কুলতলিতে আরজিকরে 
দুর্গামাসি,পায়ে পড়ি ,আর এসো না বাপের ঘরে!

Comments :0

Login to leave a comment