শারদীয়া ১৪৩১
কবিতা
ঈশ্বরের লেখা কোনো কবিতা নেই
গোলাম রসুল
মুক্তধারা
এখনও তার আত্মা কাগজের মতো ফিসফিস করে ওষুধের নাম বলছে
তার আত্মা পরে নিয়েছে আয়না
দেখো কিভাবে সে খুন হয়েছিল আয়নার ভেতরে
যে পিতার সন্তানকে হত্যা করা হয়েছে
যে মাতার সন্তানকে হত্যা করা হয়েছে
সেই সন্তানের নাম একুশ শতক
তোমার নাম একুশ শতক
তুমি লড়াই হয়ে উঠেছ
তোমার নাম হোক সাধারণ এক যুদ্ধ
আর আমরা যারা বেঁচে আছি তারা অনেকেই হয়ে উঠতে চাই এক-একটা যুদ্ধ
মেঘ গর্জন করুক আমাদের মিছিলের সামনে
বৃষ্টি নামুক
আমাদের জীবনের গাছের পাতারা আকণ্ঠ পান করুক বৃষ্টির জল
সকলে দেখো একটা সুন্দর থ্যাঁতলানো একুশ শতক
আমাদের শহরে মধ্যরাতে খুন হয়েছে চাঁদের বাসনা
অচেনা লোকেরা থ্যাঁতলে দিয়ে গেছে শহরের মুখ
উপসাগরে যুঝছে এক বইঠা
চলো বন্দরের দিকে যাই
জীবনের কন্যা
যুদ্ধের কন্যা
ইতিহাসের ইতিহাস
তোমার মুখ চুরি করেছে যারা
আমি তাদের ঘৃণা করি
আমি ঘুরে বেড়াচ্ছি বিশাল সাদা এই জগতে একটি বিচারের জন্য
এই দীর্ঘ সময়টায় কোনো সত্য নেই
ঈশ্বরের লেখা কোনো কবিতা নেই
আর মনে করতে পারছি না কোথায় আমি জন্মেছি
Comments :0