SHARADIYA 1431 \ POETRY \ ISHARER LEKHA KONO KABITA NEI - GOLAM RUSUL \ MUKTADHARA \ 10 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ ঈশ্বরের লেখা কোনো কবিতা নেই - গোলাম রসুল \ মুক্তধারা \ ১০ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  ISHARER LEKHA KONO KABITA NEI - GOLAM RUSUL  MUKTADHARA  10 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১

কবিতা

ঈশ্বরের লেখা কোনো কবিতা নেই 
গোলাম রসুল

মুক্তধারা

এখনও তার আত্মা কাগজের মতো ফিসফিস করে ওষুধের নাম বলছে

তার আত্মা পরে নিয়েছে আয়না
দেখো কিভাবে সে  খুন হয়েছিল আয়নার ভেতরে

যে পিতার সন্তানকে হত্যা করা হয়েছে
যে মাতার সন্তানকে হত্যা করা হয়েছে
সেই সন্তানের নাম একুশ শতক

তোমার নাম একুশ শতক
তুমি লড়াই হয়ে উঠেছ
তোমার নাম হোক সাধারণ এক যুদ্ধ
আর আমরা যারা বেঁচে আছি তারা অনেকেই হয়ে উঠতে চাই এক-একটা যুদ্ধ
মেঘ গর্জন করুক আমাদের মিছিলের সামনে
বৃষ্টি নামুক 
আমাদের জীবনের গাছের পাতারা আকণ্ঠ পান করুক বৃষ্টির জল

সকলে দেখো একটা সুন্দর  থ্যাঁতলানো একুশ শতক 
আমাদের শহরে মধ্যরাতে খুন হয়েছে চাঁদের বাসনা
অচেনা লোকেরা থ্যাঁতলে দিয়ে গেছে শহরের মুখ

উপসাগরে যুঝছে এক বইঠা
চলো বন্দরের দিকে যাই

জীবনের কন্যা
যুদ্ধের কন্যা
ইতিহাসের ইতিহাস
তোমার মুখ চুরি করেছে যারা
আমি তাদের ঘৃণা করি  
আমি ঘুরে বেড়াচ্ছি বিশাল সাদা এই জগতে একটি বিচারের জন্য

এই দীর্ঘ সময়টায় কোনো সত্য নেই 
ঈশ্বরের লেখা কোনো কবিতা নেই

আর মনে করতে পারছি না কোথায় আমি জন্মেছি 

Comments :0

Login to leave a comment