শারদীয়া ১৪৩১
কবিতা
মা গো, তুমি এস
সৌরভ ঘোষ
মুক্তধারা
মা গো, তুমি রাগ কোরো'না,
এসো বাপের বাড়ি।
ভালোমানুষ কম যদিও
বেশিই বদের হাঁড়ি।
মহিষাসুর অনেক পাবে, মা।
রাতেই ওরা জাগে!
তুমি যদি, না আসো না ;
বাংলা লুটে খাবে...
মা গো, তুমি রাগ কোরো'না,
এবার কিন্তু এসো।
খবর হয়ত পেয়েই গেছ
আমরা মেখে ভুসো।
মা গো, এবার ত্রিশূল এনো
জব্বর শান দিয়ে।
বন্ধ ঘরে হাসছে ওরা,
আটকে তোমার মেয়ে।
এদিকে মা আলোর অভাব,
ঘাপটি দিয়ে ফেঁতি।
মা ও মেয়ে সবই ভোগ্য!
কোরো এদের গতি...
ভুল বলেছি, মা গো আমার,
রাগটা পুষে রেখো।
আমরা তোমার সৈন্য হব,
নিজে এসেই দেখো।
সত্যি গো মা, তুমি না এলে
খুব যে কষ্ট হবে।
ঘুঁটি ওদের সব সাজানো;
চালটা কেবল দেবে।
Comments :0