ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। নিহত শ্রমিকের নাম আসুদ আলি(২৫)। বাড়ি রায়গঞ্জ ব্লকের ৮নং বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুলকাই গ্রামে। মৃতের পরিবারের তরফে জানা গেছে, আসুদ মাস ছয়েক আগে উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টে নাগাদ কর্মরত অবস্থায় ৯ তলা বিল্ডিং থেকে পড়ে যান। তাঁর এলাকার সহকর্মীরা আসুদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা করেন। চিকিৎসকদের চিকিৎসায় সারা না দিয়ে সেদিনই রাত দশটা নাগাদ মৃত্যু হয় পরিযায়ী নির্মাণ শ্রমিক আসুদের। সেদিন ১২টা নাগাদ শ্রমিকের মৃত্যুর খবর আসে ভুলকাই গ্রামে। উত্তর প্রদেশ থেকে শনিবার আসুদের নিথর দেহ আসবে রায়গঞ্জে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান সিআইটিইউ’র সর্বভারতীয় নেতা এবং সারা ভারত নির্মাণ কর্মী ফেডারেশনের নেতৃত্ব। জেলা সিআইটি ইউ নেতা তথা নির্মান কর্মী ইউনিয়নের নেতা বিপ্লব সেনগুপ্ত সিআইটিইউ’র উত্তর প্রদেশ রাজ্য কমিটির সম্পাদক প্রমথনাথ রাই’র সঙ্গে যোগাযোগ করেন। উত্তর প্রদেশের শ্রমিক নেতৃত্ব সেখানে তাদের সর্বতোভাবে সাহায্য করেন। মৃত আসুদ আলি’র দেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। বিল্ডিং নির্মাতা ঠিকাদার কোম্পানির থেকে ক্ষতিপূরণ আদায় করা এবং পরিবারের পাশে থেকে নিহত শ্রমিকের পরিবারকে সাহায্য করবে বলে জানিয়েছেন বিপ্লব সেনগুপ্ত।
Migrant Worker Death
ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেহ আসছে রায়গঞ্জে

×
Comments :0