আসন্ন ২০২৬ ক্রিকেটের মহিলাদের বিশ্বকাপের পুরষ্কারমূল্য বৃদ্ধি পেল। ২০২২ নিউজিল্যান্ড বিশ্বকাপের পুরস্কারমূল্য ছিল ১.৩২ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা বেড়ে দাঁড়াল ৪.৪৮মিলিয়ন মার্কিন ডলার। যা ছাপিয়ে গেল ২০২৩ সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের পুরষ্কারমূল্যকেও । ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার পুরুষ দল পেয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও আইসিসি সোমবার জানিয়েছে যে , ২০২৪ সালের টিটোয়েন্টি বিশ্বকাপের পরই এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। ২০২৬ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী দল পাবে ৪.৪৮মিলিয়ন মার্কিন ডলার। যা পূর্বে ছিল ১.৩২ মিলিয়ন মার্কিন ডলার। রানার্সরা পাবে ২.২৪মিলিয়ন মার্কিন ডলার। পূর্ব প্রাপ্ত পুরষ্কারমূল্যের থেকে যা বৃদ্ধি পেল ২৭৩শতাংশ। যে দুটি দল সেমিফাইনালে হেরে যাবে তারা পাবে ১.১২মিলিয়ন ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল পাবে ৭লক্ষ ডলার করে। গ্ৰুপ স্টেজ থেকে জয়ী প্রত্যকটি দল পাবে ৩৪হাজার ৩১৪ মার্কিন ডলার করে। সপ্তম ও অষ্টম স্থানাধিকারী দল পাবে ২লক্ষ ৮০হাজার মার্কিন ডলার। আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন ' আমাদের বার্তা খুবই স্পষ্ট । মহিলাদের এটা জানা উচিত যে যদি তারা এই খেলাটিকে পেশাদারি হিসেবে নিতে চান তাহলে পুরুষদের মতই দেখা হবে তাদেরকেও '।
women cricket world cup prize money surpassed mens cricket world cup
পুরুষদের বিশ্বকাপ পুরস্কারমূল্যকে ছাপিয়ে গেল মহিলাদের বিশ্বকাপ

×
Comments :0