CPIM POLIT BUREAU

দোষীদের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়াতে হবে : পলিট ব্যুরো

জাতীয়

‘ভারত সরকারকে প্রতিনিয়ত পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে হবে পলেহগামের সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্তদের দেশের হাতে তুলে দেওয়ার জন্য। তার পাশাপাশি পাকিস্তানের ওপর চাপ বাড়াতে হবে যাতে তাদের দেশে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘাঁটি না তৈরি করতে পারে।’ অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে একথা বললো সিপিআই(এম) পলিট ব্যুরো।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ঘাঁটি লক্ষ করে ভারতীয় সেনা যেই অভিযান চালিয়েছে তাকে সমর্থন জানিয়েছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়েছে। ভারতীয় সেনার লক্ষ্য ছিল ওই দেশে থাকা সন্ত্রাসাবাদীদের ঘাঁটি গুলোকে গুঁড়িয়ে দেওয়া। ভারতীয় সেনা সফলভাবে নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পহেলগাম ঘটনার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেই সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেখানে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে তাতে সবাই সমর্থন জানাবে। পলিট ব্যুরো বলেছে, এই সামরিক পদক্ষেপের পাশাপাশি পহেলগামে সাধারণ মানুষের ওপর যারা জঘন্য হামলা চালিয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বজায় রাখতে হবে। নিশ্চিত করতে হবে যাতে তাদের মাটিতে কোনও সন্ত্রাসবাদী ঘাঁটি পরিচালিত হতে না পারে। ভারত সরকারকে নিশ্চিত করতে হবে দেশের সংহতি এবং জনতার ঐক্য যাতে সুরক্ষিত থাকে।    

Comments :0

Login to leave a comment