এসআইআর’র প্রথম দফার পর গত ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম। এবার শুনানি পর্ব চলাকালীন ১১ হাজার ৪৭২ জন ভোটার ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হয় গত ২৭ ডিসেম্বর থেকে। সিইও দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন ভোটারের শুনানি হয়েছ। তাঁদের তথ্য কমিশনের প্রোটালে আপলোড করা হয়েছে। নথি যাচাইয়ের পর ১১ হাজার ৪৭২ জন ভোটার ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত হয়েছেন।
৯ হাজার ২২৮ জন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছে নদীয়ায়। কোচবিহারে ১০, জলপাইগুড়িতে ৪, দার্জিলিঙে ২, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ১৯৫, মালদহে ১৫,, মুর্শিদাবাদে ৬৮, উত্তর ২৪ পরগনায় ১৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছে।
৫৪ জন ভোটার ‘অবৈধ’ চিহ্নিত কলকাতা উত্তরে, হাওড়ায় সেই সংখ্যা ২৬, হুগলিতে ৯৮৯, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম মেদিনীপুরে ১০৫, পুরুলিয়ায় ৪৪, পূর্ব বর্ধমানে ১৬৭, বীরভূমে ২৬৪, আলিপুরদুয়ারে ৯, কালিম্পঙে ৬৫, ঝাড়গ্রামে ৩ পশ্চিম বর্ধমানে ৪ জন ভোটার অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে বলে সিইও দপ্তরের তথ্য জানাচ্ছে। এই ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে এখনও শুনানি প্রক্রিয়া শেষ হয়নি। এই সংখ্যাটি চূড়ান্ত তালিকায় আরও পরিবর্তন হতে পারে।
SIR WESTBENGAL
শুনানি পর্বে ‘অবৈধ’ চিহ্নিত ১১ হাজারের বেশি, জানালো কমিশন
×
Comments :0