নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ট্রাম্পের অফিশিয়াল পোট্রেটের নিচে লেখা— "Acting President of Venezuela, Incumbent January 2026"। মার্কিন রাষ্ট্রপতির এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৩ জানুয়ারি। রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে সেই দেশের রাষ্ট্রপতি ভবন থেকে তুলে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। তাদের রাখা হয়েছে জেলে। মাদক পাচারের সাথে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ এনে এই অভিযান চালায় মার্কিন সেনা।
মাদুরোর অবর্তমানে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার প্রশাসন চালাবে। বলে রাখা উচিত ভেনেজুয়েলার মানুষ মার্কিন আগ্রাসনকে মানছেন না।
উল্লেখ্য আমেরিকার আসল নজর ভেনেজুয়েলার তেলের ওপর। ভেনেজুয়েলা থেকে প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল উন্নতমানের তেল যুক্তরাষ্ট্রে পাচার করতে চায় ট্রাম্প। এই তেল বাজারদরে বিক্রি করা হবে এবং সেই অর্থ মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, যা উভয় দেশে ব্যয় করার কথা বলছে ট্রাম্প। গায়ের জোড়ে একটি দেশ দখল করে তাদের প্রাকৃতিক সম্পদ লুঠ করে মুনাফা ঘরে তুলতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের এই পদক্ষেপে কেবল ভেনেজুয়েলা নয়, সংকটে পড়েছে কিউবাও। ট্রাম্প ঘোষণা করেছেন যে, ভেনেজুয়েলা থেকে কিউবায় পাঠানো সমস্ত তেল সরবরাহ এবং আর্থিক সহায়তা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।
ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার প্রধান হিসেবে দাবি করলেও, উইকিপিডিয়া বা অন্যান্য আন্তর্জাতিক রেকর্ডে এখনও তাকে এই পদে তালিকাভুক্ত করা হয়নি।
Trump
নিজেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে দাবি করলেন ট্রাম্প
×
Comments :0