চলতি মাসের ২৪ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ স্থলভাগের দিকে এগোলে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তর বঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘন্টা বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। কলকাতার সহ শহরতলির বিভিন্ন অংশের তাপমাত্রা ৩৫ডিগ্ৰি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। সম্ভবত আকাশ মেঘলা থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা সহ দুই দিনাজপুরের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
Comments :0