মিলছে না সময় মত মজুরি, বকেয়া পরে আছে প্রভিডেন্ট ফান্ডের টাকা, অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত শ্রমিকরা। শ্রমিকদের আবাসনের হাল বেহাল, ফ্যাক্টরি বন্ধ নতুন কোম্পানি লিজ নিয়ে কাজ করা শুরু করার সময়ের সমস্ত চুক্তি অগ্রাহ্য করে বঞ্চিত করছে শ্রমিকদের। বারবার শ্রম দপ্তরে জানিও কাজ হয়নি বাধ্য হয়ে শুক্রবার উদলাবাড়ি এলাকার বাগড়া কোট চা বাগানের শ্রমিকদের নিয়ে শ্রমিক সংগঠন সিআইটিইউ ও আইএনটিসির যৌথ উদ্যোগে শ্রম দপ্তর ও প্রভিডেন্ট ফান্ড দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সিআইটিইউ অনুমোদিত চা বাগান বস্তুর ইউনিয়ন মালবাজার রিজিওনাল কমিটির সম্পাদক পবন প্রধান অভিযোগ করেন বাগান লিজ নিয়ে কাজ শুরু করার সময় নতুন কোম্পানি শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদানের ও বাগানের উন্নতিকল্পে যে সমস্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল সবটাই তারা অগ্রাহ্য করছেন। বর্ষায় শ্রমিকদের ঘরবাড়ি ভেঙে পড়েছে ছাদ দিয়ে জল পড়ে রাস্তাঘাটের অবস্থা সঙ্গীন, পিএফ এর টাকা শ্রমিকদের থেকে কেটে নেওয়া হলেও জমা হয়নি পিএফ দপ্তরে। বারবার গেট মিটিং ও মাল বাজারে শ্রম দপ্তরে জানিয়ে কাজ না হওয়ায় জলপাইগুড়ি শ্রম দপ্তর ও প্রভিডেন্ট ফান্ড দপ্তরে শুক্রবার আইএনটিউসির কর্মী নেতৃত্বদের সাথে নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের সভাপতি রামলাল মুর্মু, পবন প্রধান, শ্রমিক নেতা পীযূষ মিশ্র। সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভাপতি রামলাল মূর্ম জানান, "২০২১ সালে সুব্রত বক্শি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের নেতাদের যে কোম্পানি ১৬টি চা বাগান কিনেছিল তাদের মধ্যে একটি বাগড়াকোট চা বাগান শাসক দলের নেতারা মালিক হওয়ায় শ্রমিকদের সমস্যা নিয়ে উদাসীন কেন্দ্র ও রাজ্যের সরকার।"
Tea Gardens workers
মজুরি, প্রভিডেন্ট ফান্ড ও অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত চা শ্রমিকরা, লড়ছে সিআইটিইউ

×
Comments :0