india vs england test series

ওল্ড ট্রাফোর্ডে সুযোগের অপেক্ষায় কুলদীপ

খেলা

সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ পিছিয়ে রয়েছে ভারত। গত লর্ডস টেস্টে মাত্র ২২ রানে হেরে গিয়েছিল শুভমন গিলরা। কাজে আসেনি জাদেজার শেষদিকের লড়াই। এমতা অবস্থায় আগামী ২৩ তারিখ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টেস্টে নামবে এই দুই দল। লিডসে তার জায়গায় শেষ মূহুর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছিল। তবে ওল্ড ট্র্যাফোর্ডের পিচে হালকা টার্নের সম্ভাবনা থাকায় স্পিন বোলিংয়ের ক্ষেত্রে গৌতম গম্ভীর তার স্পিনের সেরা অস্ত্রকে ব্যবহার করতে চাইবেন। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার যিনি বহুদিন ম্যানচেস্টারের বাসিন্দা। তিনি জানিয়েছেন ' আমার মনে হয় ভারতীয় দলে যে বিশেষ খেলোয়াড়ের অভাব রয়েছে সে হল কুলদীপ। আমি জানি যে ওল্ড ট্র্যাফোর্ডের পিচে খানিকটা টার্ন রয়েছে। আমি থাকলে সরাসরি ওকে দলে সুযোগ দিতাম '। শেষ কয়েকটি ম্যাচে অভিজ্ঞতার কারণে   স্পিনারের মধ্যে ভারত ওয়াশিংটন ও জাদেজাকে খেলালেও ফারুখ মনে করছেন যে , এই ম্যাচে কুলদীপ সুযোগ না পেলে সেটা বেশ আশ্চর্য্যের ঘটনা হবে। এই ম্যাচে খেলবেননা বুমরা। ফলে একজন বিশেষ স্পিনার হিসেবে কুলদীপের কথা ভাবতেই পারেন গম্ভীর। এর আগে লর্ডস এবং হেডিংলিতে খুব ফ্ল্যাট পিচ থাকায় তা স্পিনের জন্য উপযোগী ছিলনা। ফারুখ ইঞ্জিনিয়ারের মত একজন বিলব্ধ কিংবদন্তি খেলোয়াড়ের মতে ম্যানচেস্টারের পিচে হালকা টার্নের সম্ভাবনা থাকায় দলের একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন স্পিনারকে ব্যবহার না করা হলে এই সিরিজে ভারতের প্রত্যাবর্তনের সুযোগ খুবই কম। কুলদীপও অপেক্ষারত রয়েছেন একটিমাত্র সুযোগের অপেক্ষায়।    

Comments :0

Login to leave a comment