POETRY / AMIR UL HQA / LOKTA / MUKTADHARA / 16 JULY 2025 / 3rd YEAR

কবিতা / আমির উল হক / লোকটা / মুক্তধারা / ১৬ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  AMIR UL HQA  LOKTA  MUKTADHARA  16 JULY 2025  3rd YEAR

কবিতা / মুক্তধারা

লোকটা

আমির উল হক 


লোকটা ভীষণ ভদ্র মানুষ 
লোকটা ভীষণ ভালো, 
তিনিই নাকি সবার মাঝে 
জ্বালেন জ্ঞানের আলো । 
লোকটা অতি বুদ্ধি রাখেন,  কিন্তু  ---
ছল চাতুরী নেই , 
লোকটা দারুন গরীব, কিন্তু  ---
ভাতের অভাব নেই । 
একেক সময় হরেক কিসিম 
পসরা করেন ফিরি 
লোকটা আবার ইসকুলেতে 
করেন ও মাস্টারি । 
লোকটা ভীষণ গরীব হলেও 
হাজার বই এর মাঝে , 
নিত্য সময় থাকেন ডুবে 
সকাল, দুপুর,  সাঁঝে ।   
বনস্পতির সভার মাঝে
মহিরুহের মতো, 
হাজার জনে মানেন তাকে 
আপন জনের মতো । 
লোকটা ভীষণ মান্যতা পান 
লোকটা বিশেষ জ্ঞানী , 
সবাই বলেন লোকটা নাকি 
অনেক -- বড় --  ধনী  । 

Comments :0

Login to leave a comment