খড়্গপুর আইআইটির হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ। চতুর্থবর্ষের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্রের নাম রিতম মন্ডল , বয়স ২১।
শুক্রবার সকালে আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রাসাদ হলের ২০৩ নং রুম থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। মৃত ছাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। সূত্রে জানা যায়, এইদিন সকালে ওই ছাত্রের কয়েকজন বন্ধু তার খোঁজ করতে এসে রুমের দরজা বন্ধ দেখে ,অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায় তারা কলেজ ম্যানেজমেন্টকে খবর দেয় এবং পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ তার প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কি কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ কিছুটা স্পষ্ট হবে বলা জানা যাচ্ছে।
অস্বাভাবিক ভাবে ছাত্র মৃত্যুর খবর মাঝে মধ্যেই উঠে আসছে খড়্গপুর আইআইটি থেকে। তবে এর কারণ কি শুধুই মানসিক অবসাদ নাকি অন্য কিছু তার কারণ এখনো স্পষ্ট নয়। পরিসংখ্যান বলছে ২০২২ থেকে এখনও পর্যন্ত প্রায় ৭ জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই ক্যাম্পাসে। অন্যদিকে কলেজ কতৃপক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক ছাত্রের মানসিক অবস্থার পরীক্ষা করা হবে অর্থাৎ যাতে তারা ডিপ্রেশনে না ভোগেন তার দিকে নজর দাওয়া হবে।
Comments :0